খবর৭১ঃসিরিয়ায় রাসায়নিক হামলা চালাতে বিদেশি বিশেষজ্ঞরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের হামা প্রদেশে গেছেন বলে অভিযোগ করেছে রাশিয়া।
আগামী দুই দিনের মধ্যে সিরিয়া এ ধরনের হামলা চালানোর পর বিদেশি বিশেষজ্ঞরা সিরিয়ার সরকারের ওপর দোষ চাপাবে বলেও মন্তব্য করেছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ রোববারএসব অভিযোগ করেছেন বলে খবর প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম আইআরআই।
ইগোর কোনাশেংকভ বলেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের কাফ্র জিতা এলাকায় বিদেশি বিশেষজ্ঞরা ক্লোরিন গ্যাস দিয়ে হামলা চালাবে এবং এ হামলা হবে আগামী দুই দিনের মধ্যে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইদলিব প্রদেশের বাসিন্দাদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে যে, ইংরেজি ভাষাভাষী বিশেষজ্ঞরা ইদলিবের দক্ষিণে ‘যুদ্ধমুক্ত অঞ্চলে’ পৌঁছেছে এবং তারা ক্লোরিন ভর্তি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে।
হামলার দৃশ্য ধারণ করা হবে এবং হামলায় অংশ নেয়ার জন্য উত্তরের কিছু লোককে কাফ্র জিতা এলাকায় আনা হয়েছে।
খবর৭১/এসঃ