ঘোড়াঘাটে সরকারি রাস্তায় ঘর নির্মাণে প্রতিবাদ করায় অভিযোগকারিকে হুমকি

0
338

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি রাস্তায় ঘর নির্মাণে বাধা দেওয়া অভিযোগকারিকে হুমকি দেওয়ার খরর পাওয়া গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলা চাটশাল সোনার পাড়া গ্রামের আনোয়ারুল হোসেন (লাবু মিয়ার) জমির পাস দিয়ে ইউনিয়ন বোর্ডের একটি রাস্তা যায়। ওই রাস্তায় একই গ্রামের কয়েক জন ব্যক্তি ঘর নির্মাণ করতে গেলে আনোয়ারুল ইসলাম বাধা দেওয়ায় তারা বাধা অপেক্ষা করে উক্ত জায়গায় ঘর নির্মাণ করে। এব্যাপারে আনোয়ারুল বাদী হয়ে প্রথমে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ করে কোন কাজ না হওযায়। পরবর্তীতে আনোয়ারল ইসলাম দিনাজপুর জেলা প্রশাসকের নিকট অভিযোগ করলে জেলা প্রশাসক ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘরটি ভেঙ্গে দেওয়ার নিদের্শ প্রদান করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন ভূমিকা না নেওয়া অভিযোগযুক্ত ব্যক্তিরা অভিযোগকারি আনোয়ারুল ইসলামকে বিভিন্ন ভাবে হয়রানি এবং হুমকি প্রদান করে আসছে। এর এক পর্যায়ে গত ২২শে আগষ্ট দিবাগত রাতে কে বা কারা উক্ত ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কয়েকটি চেয়ার বিভিন্ন ভাবে এলোমেলো করে রাখে এবং একটি জানালার গ্রীল খুলে ফেলে অভিযোগের ভিত্তিতে আমাদের ঘোড়াঘাট প্রতিনিধি সরেজমিনে গিয়ে গ্রাম বাসিকে জিজ্ঞাসা বাদ করলে বেস কিছু ব্যক্তি জানান, যে যারা ঘর নির্মাণ করেছে তারাই তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চেয়ার এলোমেলো এবং জানালার গ্রীল খুলে নাটক সাজিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here