‘অত্যাধুনিক অস্ত্র নিয়েও ইসরাইল পরাজিত হবে’

0
416

খবর৭১ঃইসরাইলের কাছে অত্যাধুনিক সমরাস্ত্র থাকা সত্ত্বেও সম্ভাব্য যুদ্ধে তেল আবিব নিশ্চিতভাবে পরাজিত হবে বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

সমর্থকদের উদ্দেশে রোববার সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, ইসরাইলি সেনাবাহিনীর কোনো নৈতিক লক্ষ্য না থাকায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। হাজার হাজার সেনাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বছর ৪৪ হাজার ইসরাইলি সেনাকে মানসিক রোগের চিকিৎসা করাতে হয়েছে।

ইসরাইলি সেনাদের স্মৃতিতে এখনো হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের গ্লানি রয়ে গেছে যা ইসরাইলি কর্মকর্তারা শত চেষ্টা করেও দূর করতে পারবে না।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here