আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটায় ব্যবসায়ী আরিফুজ্জামানসহ পর পর ৪ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এসব কর্মসূচীতে সংশ্লিষ্ট দাবীতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মমিতুল হক নয়ন, ব্যবস্যায়ী- আব্দুল হামিদ বাবু, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান- আব্দুল ওয়ারেছ প্রধান, জোবেদ আলী পপলু, মাছুদুর রহমান, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, ৩১ আগস্ট রাতে দুর্বৃত্তরা ব্যবসায়ী আরিফকে হত্যার পর বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পাওয়ার হাউজের সামনে লাশ ফেলে যায়।