এশিয়া কাপের অনুশীলন ক্যাম্প শুরু করল টাইগাররা

0
357

খবর৭১:সেপ্টেম্বর মাসে আরব আমিরাতে শুরু এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল।

এশিয়ার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ অনুশীলন ক্যাম্পের প্রথম দিকে থাকছে ফিটনেস ও রানিং। প্রথম দিনের এ অনুশীল চলবে দুপুর ১২টা পর্যন্ত।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও টাইগার দলের তারকা ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ ছাড়া প্রাথমিক দলে সুযোগ পাওয়া ৩১ সদস্যের সবাই উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

রিয়াদ ক্যারিবীয়ান প্রিয়ার লিগে খেলায় ব্যস্ত। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন পবিত্র হজ পালনে। ২৯ আগস্ট (বুধবার) দেশে ফিরবেন সাকিব। অন্যদিকে মাহমুদউল্লাহর ৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজে সফল সিরিজের পর ঈদের লম্বা ছুটিতে যান ক্রিকেটাররা। ঈদের ছুটি থাকায় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়েনে।

আগামী মাসের শুরুতে জাতীয় দলের স্কিল অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই জাতীয় দলের ব্যাটিং পরামর্শক নীল ম্যাকেঞ্জি এবং পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালসের ঢাকায় আসার কথা রয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

৩১ সদস্যের প্রাথমিক দলে যারা আছেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও ফজলে রাব্বি মাহমুদ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here