খবর৭১:ইন্দোনেশিয়ায় মসজিদের মাইকে আজান ছাড়া অন্য কোনো শব্দ প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মানুষের ঘুম, বিশ্রাম এবং নামাজের সময় এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্ব দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় আজান বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে ইন্দোনেশিয়ার মসজিদগুলোতে কীভাবে আজান দেওয়া হবে সে সম্পর্কে নির্দেশনা রয়েছে।
এই নির্দেশনায় বলা হয়েছে-
মসজিদের মাইক অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে পরিচালনা করতে হবে যাতে করে আজানের শব্দ মানুষের মনে মসজিদের প্রতি সম্ভাব্য বিদ্বেষ তৈরি না করে।
যারা আজান দেবেন তাদের অবশ্যই সুমধুর ও ভালো কণ্ঠের অধিকারী হতে হবে।
নামাজের সময় শব্দের মাত্রা বাড়ানো যাবে না।
মানুষ যখন ঘুম, বিশ্রাম ও নামাজ আদায় করছে তখন আজান ছাড়া কোনো ধরনের শব্দ প্রচার করা যাবে না।
আজান হতে হবে সুমধুর ও কানের জন্য শ্রুতিমধুর।
সূত্র: দ্য স্টার
খবর৭১/জি: