হবিগঞ্জের লাখাই দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

0
232

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।শনিবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদেরকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফুলবাড়িয়া গ্রামের খসরু মেম্বার ও রফিক মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকালে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসুটি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইটপাটকেল ও লাঠিসুটার আঘাতে লোকজন আহত হয়।খবর পেয়ে থানা পুলিশ ও হবিগঞ্জ থেকে রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।লাখাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বতর্মানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here