বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চাঞ্চল্যকর কৃষক মোখলেছুর রহমানের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকবাসি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুরে জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসুচি পালন করেন। মানববন্ধন শেষে হত্যাকারীদের ফাসির দাবীতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসি।মানববন্ধনে নিহত মোখলেছুর রহমানের স্ত্রী তাসলিমা বেগম (৪৭), মেয়ে মাকসুদা বেগম (২৩), ছেলে সলেমান হোসেন (১৫), সাদ্দাম হোসেন (১৩), এলাকাবাসী মো. ইয়াসিন, মুজিবর রহমান শিকদার, শেখ হুমায়ুন কবির, শেখ আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।বক্তারা বলেন, মোখলেছের হত্যার তিন মাসেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নিহতের পরিবারকে মামলা তুলে নিতে হুমকী দিচ্ছে। আসামীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে এলাকায় আরও হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। একারনে এলাকাবাসী হত্যাকারীদেও গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি চায়।ঈদুল ফিতরের পরের দিন গত ১৭ জুন সকালে কৃষক মোখলেছকে একই এলাকার একটি সন্ত্রাসী বাহিনী কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
খবর৭১/এস;