মালয়েশিয়ায় মাটি চাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

0
396

খবর ৭১ঃমালয়েশিয়ায় মাটিচাপায় মোহাম্মদ মনজুর আলী (২৭) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টায় কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মনজুর আলী নরসিংদী মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের শিবারকান্দা গ্রামের মোহর আলীর ছেলে।

নিহতের তার চাচাতো ভাই নূর মোহাম্মদ জানান, সুবাংজায়া কোম্পানির প্রজেক্টে কর্মরত অবস্থায় মাটিচাপায় তার মৃত্যু হয়। নিহত মনজুরের লাশ সারডাং হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাইকমিশনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, মালয়েশিয়ায় শনিবার ও রোববার সরকারি ছুটি থাকায় মনজুরের লাশ দেশে পাঠাতে বিলম্ব হচ্ছে। আইনি ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে আগামী সোমবার লাশ দেশে পাঠানো হতে পারে।

হাইকমিশন থেকে আরও জানায়, যেহেতু মনজুর আলী কর্মরত অবস্থায় দূর্ঘটনায় মারা গেছেন, তাই ক্ষতিপূরণ আদায়ে কোম্পানির সঙ্গে আলোচনা করবে হাইকমিশন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here