উজ্জ্বল রায়, নড়াইল করেসপন্ডেন্ট: বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন। নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেন বাংলাদেশ দলের ওয়ানডে ক্রিকেটের সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এই তারকা। আমাদের নড়াইল করেসপন্ডেন্ট উজ্জ্বল রায় জানান, বুধবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় নড়াইল শহরের মহিষখোলা এলাকায় মাশরাফির চিরচেনা সেই খেলার মাঠের পাশে (সরকারি বালক বিদ্যালয়ের মাঠ) অবস্থিত নড়াইল পৌর ঈদগাহে জেলার প্রধান জামায়াতে নামাজ আদায় করেন তিনি। জেলার এ প্রধান জামায়াতে নামাজ আদায় করেন- নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ জসিম উদ্দিন(পিপিএম),জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র, এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), সহকারি পুলিশ সুপার (নড়াইল সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বিভিন্ন শ্রেণী-পেশার লোকেরা। আমাদের নড়াইল করেসপন্ডেন্ট উজ্জ্বল রায় জানান, নামাজ শেষে সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন মাশরাফি বিন মর্তুজা। ঈদের আনন্দ বাবা-মা, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও নড়াইলে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে মঙ্গলবার (২১ আগস্ট) জন্মস্থান নড়াইলে পৌঁছান তিনি। মাশরাফি নড়াইলে আসার খবর ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে ঝড়ের বেগে। তিনি আসার পর থেকেই শহরের আলাদাপুর মামা বাড়িতে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নড়াইলসহ দেশের বিভিন্নস্থান থেকে মাশরাফির ভক্তরা আসতে শুরু করেছেন। প্রিয় মাশরাফিকে এক নজর দেখার জন্য মামার বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। প্রিয় এ তারকাকে এক নজর দেখে ও তার সঙ্গে সেলফি তুলতে পেরে আনন্দে আত্মহারা ভক্তরা।