খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

0
310

খবর ৭১ঃবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় এ বিক্ষোভে দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভের নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শ্যামলীর প্রধান সড়ক থেকে শুরু হয়ে শিশুপল্লীতে গিয়ে বিক্ষোভটি শেষ হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here