খবর ৭১ঃমাগনা চাকরি করেন, সম্মানের সেই চাকরিটাও হারাতে হতে পারে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী এবং ভিভিএস লক্ষণকে। এমন সংবাদ চাউর হওয়ার পর ভারত জুড়েই সমালোচনা শুরু হয়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই জানিয়েছেন,নির্বাচনের মাধ্যমে বিসিসিআইয়ের নতুন কমিটি গঠিত হওয়ার আগ পর্যন্ত শচীন-সৌরভ-লক্ষণরা উপদেষ্টা কমিটিতে থাকছেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর- শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার যেহেতু ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন সেহেতু উপদেষ্টা কমিটিতে শচীনের থাকা নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে সৌরভ গাঙ্গুলী একদিকে যেমন বেঙ্গল ক্রিকেট বোর্ডের (সিএবি) সভাপতির দায়িত্বে রয়েছেন, সিএবির পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা হিসেবে তার থাকা নিয়ে প্রশ্ন উঠে।
একইভাবে ভিভিএস লক্ষণ একাধারে ক্রিকেট বিশেষজ্ঞ এবং আইপিএলের দল হায়দরাবাদ ফ্রেঞ্চাইজির মেন্টরও। ক্রিকেটের একাধিক বিষয়ে সরাসরি যুক্ত থাকায় বিসিসিআইয়ের কমিটিতে তার থাকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
তবে সব সংশয় উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালীন প্রধান বিনোদ রাই। তিনি জানিয়েছেন উপদেপষ্টা কমিটিতে তাদের থাকা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই।
খবর ৭১/ইঃ