সৌদি আরবের ৪ বাংলাদেশি নিহত

0
391

খবর৭১ঃ সৌদি আরবের জেদ্দা থেকে তায়েফ যাওয়ার পথে মক্কায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সৌদিপ্রবাসী মশিউর রহমান সেলিম (৪৭), তাঁর মেয়ে বড় সায়মা সেলিম (১৬), মেজ মেয়ে সিনথিয়া সেলিম (১৪) ও ছোট মেয়ে সাবিহা সেলিম (১০)।

এ ঘটনায় আহত হয়েছেন মশিউর রহমানের স্ত্রী ও ছেলে আবদুর রহমান। তাঁদের সৌদি আরবের মক্কা আল নূর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।

মশিউর রহমান সেলিমের তিন মেয়ে ও এক ছেলে ওই স্কুলে বাংলা শাখায় অধ্যয়নরত ছিল। চারজনের মরদেহ বর্তমানে মক্কার আল নূর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

সৌদিপ্রবাসী মশিউর রহমানের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাঈদ ভাঙ্গা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে জেদ্দার নাজলায় বসবাস করে আসছিলেন। তায়েফে তাঁর ব্যবসা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here