খবর৭১ঃ বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের হোতাপাড়ায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলিগেন্স গার্মেন্টসের শ্রমিকরা। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এ সময় মহাসড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। যার কারণে বেলা পৌনে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ সড়কের উভয়পাশে কয়েকশ গাড়ি যানজটে আটকা পড়ে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আজ বকেয়া বেতন ও বোনাস দেয়ার কথা ছিল। সামনে কোরবানির ঈদ, কিন্তু কর্তৃপক্ষ বেতন-বোনাস দিতে গড়িমসি করছে। তাই মহাসড়কে নেমে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, বেতন-বোনাসের দাবিতে সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। এরপর তারা অবরোধ করে বিক্ষোভ করে। তবে তাদের শান্ত করার চেষ্টা চলছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।