কোরবানির পশু কেনা-বেচাই জমে উঠছে পাঁচবিবির হাটে

0
601

মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি গরুর হাটটি সীমান্তে অবস্থিত হওয়ায়, ভারতীয় গরু অল্প মূল্যে কেনা যাবে এ আশায়
দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে পাচ্ছেনা তেমন ভারতীয় গরু। সীমান্তে বিজিবির কঠর নজরদারীর
কারন বলেই জানায় ভুক্তভোগিরা। এবছর ভারতীয় গরু হাটে না উঠলেও খামারিদের দেশিও গরুই কেনা-বেঁচা চলছে বেশ। আর ক্রয়-বিক্রয়ও নাগালের মধ্যেই আছে
বলে জানায় ক্রেতা-বিক্রেতারা। গত মঙ্গলবার পাঁচবিবি কোরবানির হাটের এমন দৃশ্য দেখা যায়। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পাঁচবিবির এ গরুর হাটটি প্রতি বছর কোরবানির ঈদ আসার আগেই চোরাই পথে আসা ভারতীয় গরুতে ছয়লাব হলেও এবারের চিত্র ভিন্ন। দেশের বিভিন্ন সীমান্তে করিডোরের মাধ্যমে ভারত থেকে গরু আসলেও পাঁচবিবির সীমান্ত দিয়ে
করিডোরের মাধ্যমে বৈধ ভাবে গরু আনার জন্য কয়েক বছর পূর্বেই একাধিক ব্যক্তি আবেদন করেও তা বাস্তবায়ন হয় নাই। অনেক প্রান্তিক খামারির অভিযোগ কিছু অসাধু খামারি অধিক লাভের আশায় গরুকে মোটাতাজা করণের জন্য খাওয়াচ্ছে ভোল্ডার বড়ি। ভারতীয় গরু হাটে তেমন না উঠলেও খামারিদের গরুতেই কোরবানির পশু কেনা-বেচা জমে উঠছে পাঁচবিবির হাটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here