চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন

0
303

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত, কালোব্যাজ ধারন, শোক র‌্যালী, আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ। উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্ত্বর হতে শোক র‌্যালী বের হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়াতনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে (ঝিকরগাছা রোড) এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ্ওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ সদস্য আহসানুল হক, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম, এসএম সাইফুর রহমান বাবুল, শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, জেলা পরিষদ সদস্য শায়লা জেসমিন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ও আনিছুর রহমান, যুবলীগ নেতা মমিনুর রহমান, কৃষকলীগের সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হুসাইন প্রমূখ। অনুরুপভাবে চৌগাছা মেইন বাসস্ট্যান্ডে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহাজান কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম রাজ প্রমূখ। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ মহিলালীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিকে দিনব্যাপী স্থানীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির ও উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৃথক পৃথক ভাবে বিভিন্ন স্থানে শোক দিবসের কার্যক্রম ঘুরে দেখেন। একই সাথে তারা গরীব দুস্থ্যদের মাঝে খিচুড়ী বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here