এবি সিদ্দিক খসরু নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্থানীয় আওয়ামীলীগ চার গ্রুপে বিভক্ত হয়ে পৃথক পৃথক কর্মসূচি পালন করেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অব: আব্দুস সালামের নেতৃত্বে উপজেলা সদরে এক বিশাল শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপর দিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূইঁয়ার নেতৃত্বে উপজেলা সদরে আরো একটি বিশাল শোক র্যালী ও শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে পৌর সদরে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আরেকটি অংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, মনোনয়ন প্রত্যাশী এ ডি এম সালাউদ্দিন হুমায়ুন ও শাহজাহান কবির সুমনের রক্তদান কর্মসৃচি সহ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, জাতীয় শোক দিবসের কর্মসূচি চার গ্রুপে বিভক্ত হয়ে পালন পালন করায় উপজেলা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। অপর দিকে প্রশাসন আয়োজিত শোক দিবসে সকালে বঙ্গবন্ধু স্কয়ারে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী গাজী আব্দুস সালাম ভূইঁয়া, জেলা পরিষদ সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাবুল ও প্রভাষক অরবিন্দ পাল অখিল প্রমুখ। পরে ১৫আগষ্ট উপলক্ষে ছাত্র/ ছাত্রীদের মাঝে আয়োজিত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করা হয়।
খবর ৭১/এসঃ