লালমনিরহাটে দুই ট্রাকের ধাক্কায় প্রান হারালো সহকারী চালক

0
339

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুই ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (২৮) এক সহকারী চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ আগষ্ট) দিনগত মধ্যরাতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলার হাজরানীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা বগুড়া ট -১১-০৯৭৪ নং ট্রাকটি হাজরানীয় এলাকায় মহাসড়কের পাশে রেখে চালক ও সহকারী চালক হোটেলে খাবার খাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে আসা রংপুর ট -১১-০৩৪১ নং ট্রাকটি সজোরে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে যায়। এ সময় সহকারী চালক গাড়িতে গুরুতর আহত অবস্থায় আটকা পড়লে চালক পালিয়ে যায়। এ ঘটনা দেখে অপর ট্রাকটির চালক ও সহকারী চালকও খাবার ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা ট্রাকে আটকা সহকারী চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here