আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন এর সভাপতিত্বে মাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মি. প্রতুল চন্দ্র সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামছুল ওয়াদূদ, সিনিয়র কৃষি প্রকৌশলী আবু সাঈদ চৌধুরী, দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, কৃষক জিয়াউল হক, আকবর আলী প্রমুখ। উক্ত যন্ত্রের দ্বারা আধুনিক পদ্ধতিতে স্বল্প সময়ে স্বল্প খরচে ধানের চারা রোপন করা যায়।
খবর ৭১/ইঃ