এম শিমুল খান, গোপালগঞ্জ : বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ। রবিবার সকালে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীতে গিয়ে মিছিলটি শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ আমিনুল ইসলাম রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন কালু, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি মো: দ্বীন ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক ৬ খুনিকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।
খবর ৭১/ইঃ