মাদারীপুর প্রতিনিধিঃ
শোকাবহ পনের আগষ্টকে সামনে রেখে ও তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ছড়িয়ে দিতে মাদারীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে রোববার সকালে সরকারী নাজিমউদ্দিন কলেজ গেল সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের আসরের আয়োজন করা হয়। এসময় শতাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপও নির্ণয় করা হয়।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও মাদারীপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান ও মাদারীপুর জেলা যুবলীগের কার্যকরী সদস্য আবেদুর রহমান রূপস খানের উদ্যোগে সরকারী নাজিমউদ্দিন কলেজ গেল সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে এই আসরের করা হয়। এসময় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ শিক্ষার্থীদের পাঠের মাধ্যমে শুনানো হয়। এতে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর দেশের প্রতি ত্যাগ ও মহিমা ফুঠে উঠে। এমন ব্যতিক্রমী আয়োজন প্রশংসা কুড়িয়েছে। আগামীতে প্রতিটি কলেজে এমন ব্যতিক্রমী আয়োজনের কথা জানান উদ্যোক্তরা।
পরে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আগামী পনের আগষ্ট শোকাবহ দিনে যুবলীগ ও ছাত্রলীগের নানা উদ্যোগে করা তুলে ধরেন আয়োজকরা।
খবর ৭১/ইঃ