পুলিশের উপর হামলার চেষ্টা, ছাতকে পিতা-পুত্র গ্রেফতার

0
302

হাবিবুর রহমান নাসির, ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতকে আদালত কর্তৃক জারীকৃত ১৪৪ধারা ভঙ্গ ও পুলিশের উপর হামলার চেষ্টা করার অপরাধে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল গোদাবাড়ি গ্রামের মৃত মছরব আলীর পুত্র আব্দুর রহিম(৫৫) ও তার পুত্র আমিন মিয়া(৩০)। জানা যায়, ফসলী জমি নিয়ে গ্রামের মৃত ওয়াজ আলীর পুত্র আব্দুল আওয়াল ও আব্দুল রহিম পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশংকায় গত মঙ্গলবার বিরোধকৃত এ ভুমির উপর ১৪৪ ধারা জারি করেন আদালত। শনিবার সকালে আদালতের আদেশ ভঙ্গ করে বিরোধকৃত ভুমিতে চাষাবাদ করার চেষ্টা করেন আব্দুর রহিম পক্ষ। খবর পেয়ে ছাতক থানার এসআই জাহানারা বেগম ঘটনাস্থলে পৌছলে আব্দুর রহিম পক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে ধেয়ে আসলে এখানে একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে পিতা-পুত্রকে গ্রেফতার করে থানা পুলিশ। ছাতক থানার এসআই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here