হাবিবুর রহমান নাসির ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকে বাল্কহেড ও ইঞ্জিন চালিত অপর একটি নৌকার মখোমুখি সংঘর্ষে সুরমা নদীতে ডুবে ইজ্জত আলী(৪২) নামের এক বালু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল শনিবার সকালে শহরের তাতিকোনা এলাকায় সুরমা নদীতে এ ঘটনা ঘটে। ইজ্জত আলী জামালপুর উপজেলার দেওয়ানগঞ্জ ইউনিয়নের পাতারিয়া সর্দারপাড়া গ্রামের মৃত মইজ আলী অরফে ফয়েজ আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি বাল্কহেডের সাথে বালুবাহী একটি ইঞ্জিন চালিত নৌকার মুখোমুখী সংঘর্ষ ঘটলে বালু নৌকায় থাকা শ্রমিক ইজ্জত আলী আঘাতপ্রাপ্ত হয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষনিক তার সহকর্মীরা তাকে পানি থেকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। পরে লাশ উদ্ধার করে পুলিশ সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে। ইজ্জত আলী ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া তার বোনের বাড়িতে থেকে বালু শ্রমিকের কাজ করতো।
খবর৭১/এসঃ