বাগেরহাট জেলা ব্রান্ড বুক এর মোড়ক উন্মোচন

0
237

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা ব্র্যান্ড বুক এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজে মিলনাতায়নে ব্র্যান্ড বুক এর মোড়ক উন্মোচন করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য তালুকদার হাবিবুন নাহার, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক সুভাস চন্দ্র পান্ডে, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিন হোসেন (শিক্ষা ও আইসিটি),বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি আহাদ উদ্দীন হায়দার,সাবেক সভাপতি বাবুল সরদার, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুসহ সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমাদ্রী খীসা।
বক্তারা বলেন, দেশের বাগেরহাটঅন্যতম সম্ভাবনাময় জেলা। এ ব্রান্ডিং প্রকাশনা বাগেরহাটকে বিশ্ববাসীর কাছে সহজে তুলে ধরবে। পর্যটন শিল্পের বিকাশ, অবকাঠামোগত উন্নয়নে জেলা ব্রান্ডিং সহায়ক ভূমিকা পালন করবে। জেলা ব্রান্ডিং এর ফলে বাগেরহাট পূর্বের চেয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করেন তারা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here