বাগেরহাটে বাবাকে জবাই করে হত্যা , ছেলেকে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী

0
263

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলে বাবাকে জবাই করে হত্যা করেছে। শনিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে নিহতের ছেলে লাল মিঞা হাওলাদারকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকান্ডের সুনির্দিষ্ট কারন পুলিশ জানাতে পারেনি।
নিহত ইউনুস হাওলাদার (৬৫) নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামের প্রয়াত রাশেদ হাওলাদারের ছেলে।
মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এস এম আবুল বাশার ঘটনাস্থল থেকে এই প্রতিবেদককে জানান, শনিবার সকাল সাতটা থেকে সাড়ে সাতটার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছেলে বাবার উপর ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। প্রতিবেশিরা কান্নাকাটির চিৎকার শুনে ওই বাড়িতে এসে নিহত ইউনুসের জবাই করা মরদেহ দেখতে পেয়ে তার ছেলে লাল মিঞাকে ধরে ফেলে। পরে তারা পুলিশের খবর দেয়। আমরা সেখানে গিয়ে তাকে হেফাজতে নিয়েছি। পারিবারিক কলহের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। তবে কি কারনে কেন লাল মিঞা তার বাবাকে হত্যা করল তা জিজ্ঞাসাবাদ করা হবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here