খবর ৭১ঃভারতীয় যুব মোর্চার আহ্বানে শনিবার কলকাতায় অনুষ্ঠিত জনসভায় মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়েছেন সর্বভারতীয় যুব মোর্চার সভানেত্রী পুনম মহাজন।
প্রথম বার কলকাতায় বড় কোন সভায় বক্তৃতা দিতে উঠে তৃণমূল সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ট্রেলার হ্যায় দোস্ত, পিকচার আভি বাকি হ্যায়।’
মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের পক্ষে দাঁড়িয়ে ও জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতা করে আসলে রাজ্যকে বাংলাদেশ বানাতে চাইছেন বলে অভিযোগ করেন পুনম।
পুনম মহাজন বিজেপির প্রয়াত নেতা প্রমোদ মহাজনের মেয়ে।
খবর ৭১/ইঃ