উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে তৃণমূল পর্যায়ে ফুটবল টুর্ণামেন্টর বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেছেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। বিকাল ৪টায় নড়াইল সদর উপজেলাধীন চাঁচড়া গ্রামের চাঁচড়া এন.ইউ.বি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে এবং চাঁচড়া টাইগার্স ক্লাবের ব্যবস্থাপনায় উক্ত খেলায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদসহ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শুক্রবার (১০ আগস্ট) উক্ত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেরঅতিথিরা পতাকা উত্তোলন করেন ও বেলুন উড়িয়ে দেন। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সমাপনী বক্তব্যে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা আছে। কারণ খেলাধুলা মনের বিকাশ ঘটায়। আর একটি বিকশিত মনে কখনো অপরাধের চিন্তা উদ্রেক হয় না। পুলিশ সুপার নিজেও খেলাধুলার পৃষ্ঠপোষকতা করেন বলে জানা গেছে।
খবর ৭১/ইঃ