নড়াইলে সাঁড়াশী অভিযান পুলিশ সুপার বৈধ যানবাহন পেলেই চালকদের ফুলেল অভিনন্দন!

0
256

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল শহরের সকাল থেকেই মোড়ে মোড়ে রাস্তার পাশে দলবল নিয়ে দাঁড়িয়ে আছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) শনিবার (১১আগস্ট) রাস্তা দিয়ে যানবাহন আসলেই আটকাচ্ছেন। কাগজপত্র ঠিকঠাক আছে কিনা খতিয়ে দেখচ্ছেন। সব ঠিকঠাক থাকলেই হাসিমুখে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আর না থাকলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা। সারাদেশের মতো নড়াইলে অবৈধ যানবাহন আটকে সাঁড়াশী অভিযান শুরু করছে জেলা পুলিশ। গত ৫ আগস্ট থেকে এ অভিযান শুরু করা হয়। অভিযানের দিনে শনিবার (১১আগস্ট) সকালে মাঠে নামেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অবৈধ যানবাহন আটকে অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় অর্ধশত যানবাহনকে মামলা দেন। আটক করেন বেশ কয়েকটি অবৈধ যানবাহন। অভিযানে যেসব যানবাহন মালিকদের কাগজপত্র বৈধ পাওয়া যায় তাদেরকে ফুল দিয়ে অভিনন্দিত করেন মো. কলিমুল্লাহ। সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ প্রসঙ্গে তিনি জানান, নিরাপদ সড়ক গড়ে তুলতে ও ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গত ৫ আগস্ট থেকে চুয়াডাঙ্গার চারটি উপজেলায় একযোগে অভিযান চলছে। তিনি জানান, সব ভালো কাজে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে থাকতে চায়। আর এ কারণে যেসব বৈধ চালকদের কাগজপত্র হালনাগাদ আছে তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। এ থেকে অন্য চালকরাও উৎসাহিত হবে। জেলা ট্রাফিক ইন্সপেক্টর জানান, শনিবার (১১আগস্ট) শতাধিক যানবাহনের মালিককে মামলা দেওয়া হয়েছে। আটক করা হয়েছে ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here