ফারুক ইফতেখার সুমন ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কলেজ সরকারি করণের তালিকা থেকে মামলা সংক্রান্ত কারণে সরকারি করণ স্থগিত করায় কলেজের গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারি সহ সকল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করেছে। শনিবার দূপুরে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে পৌর সদরের মুক্তিযোদ্ধা চত্বরে সমাবেত হয়ে প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে সমাবেশ করে।
জানা যায়, উপজেলার আঠারবাড়ী ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম ঈশ্বরগঞ্জ কলেজ সরকারি করণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ কলেজটি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারিকরণের কার্যক্রম স্থগিত রাখা হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী ২৭১টি কলেজ সরকারি করণের চূড়ান্ত অনুমোদন দিলেও সরকারিকরণ থেকে স্থগিত হয়ে যায় ঈশ্বরগঞ্জ কলেজটি। এরই প্রতিবাদে শনিবার দূপুরে প্রায় ২ ঘন্টা ব্যাপি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অবরোধ করে সমাবেশ করেছে বিক্ষোভকারীরা। এসময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও শারীরিক শিক্ষার শিক্ষক আব্দুল হেকিম, গভর্নিং বডির সদস্য ও আ’লীগ নেতা হান্নান তালুকদার, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন কামাল, ঈশ্বরগঞ্জ কলেজের সাবেক ভিপি ফরিদ উদ্দিন, ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফা, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কা ন, ছাত্রলীগ নেতা মঞ্জুর মোর্শেদ ও ছাত্রনেতা রায়হান আহমেদ বাবু প্রমুখ। বক্তারা মামলার বাদীকে আগামী ৩ দিনের মধ্যে মামলা প্রত্যাহারের দাবী জানান। মামলা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন। প্রায় ২ ঘন্টাব্যাপি সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন উপস্থিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
খবর ৭১/ইঃ