সুলতান আহমেদ,নওগাঁ প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক এর দাবীতে শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিক নির্যাতন সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মৌন মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দরা। শনিবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড় প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে সাংবাদিকবৃন্দরা।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েশ উদ্দিনের সভাপতিত্বে মানব বন্ধনে প্রেস ক্লাবের সহ সভাপতি সুলতানুল আলম মিলন, যুগ্ম-সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার শফিক ছোটন, বাংলাভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রায়হান আলম, চ্যানেল ২৪ এর প্রতিনিধি হারুন অর-রশিদ চৌধূরী, প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক সংবাদের নওগাঁ প্রতিনিধি কাজী কামাল হোসেন সহ মানব বন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খবর ৭১/ইঃ