লোহাগড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ,শিক্ষার্থীদের বিক্ষোভ

0
271

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ার মঙ্গলহাটা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী(১১)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় শনিবার (১১ আগষ্ট) দুপুরে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী (১১) গত ৫ আগষ্ট টিফিনের সময়ে স্কুলের পার্শ্বে দোকানে খাবার কিনতে যায়। এ সময় ওই দোকানের মালিক মঙ্গলহাটা গ্রামের মৃত ফহম মোল্যার ছেলে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামান (৪৫) তাকে ফুসলিয়ে দোকানের ভিতর স্টোর রুমে নিয়ে ধর্ষণ করে। পরে লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী কাউকে না বলে বাড়ি যেয়ে তার মাকে বিষয়টি জানায়। এক পর্যায়ে ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা মিমাংসার নামে কয়েকদিন ধরে ঘুরায়। অবশেষে মিমাংসা না হওয়ায় গত ১০ আগষ্ট ধর্ষিতার বাবা সেলিমুজ্জামান বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৫। এ ঘটনায় শনিবার (১১ আগষ্ট) মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য ওয়াহিদ মোল্যা, ইমদাদুল হক, রফিক ঠাকুর, সেলিম মোল্যা প্রমুখ । বক্তারা অবিলম্বে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছেন। অভিযুক্ত কামরুজ্জামান পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)প্রবীর কুমার বলেন, মামলা দায়ের হয়েছে। আসামীকে আটকের চেষ্টা চলছে।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here