বেনাপোল প্রতিনিধি : ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নেওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় হতে শিক্ষক ও ম্যানিজিং কমিটির সদস্যদের সাথে নিয়ে বর্ণাঢ্য র্যালী সহকারে বাজার এলাকা প্রদক্ষিন করে প্রধাণ মন্ত্রীকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান উক্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য আলহাজ আজিজুর রহমান, শেখ কাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক জুলফিকার আলী, সিনিয়র শিক্ষক মোকলেছুর রহমান, ইয়ামিন হুজুর, আলাউদ্দিন, ইন্তাজুর রহমান, হাবিবুর রহমান হবিসহ উক্ত স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
এসময় উক্ত স্কুলের সভাপতি ও ৮৫ যশোর-১(শার্শ)’র সাংসদ আলহাজ শেখ আফিল উদ্দিন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রধাণ মন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
খবর৭১/এসঃ