সেলিম হায়দার ,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
তালা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সুজুনশাহা বাজারস্থ প্রধান কার্যালয়ে বুধবার সকালে দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাজের জীবনযাত্রা পর্যালোচনা বিষয়ে মতবিনিময় সভাটি অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি স্বরস্বতী রানী দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের দলিত ও অধিকার কর্মসূচী কর্মকর্তা মো: বকুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সহ-সভানেত্রী দেবলা রানী দাস, সম্পাদিকা জয়ন্তী রানী দাস, কোষাধ্যক্ষ শ্যামলী রানী দাস, সামাজিক সম্পাদিকা আতিকা বেগম, প্রচার সম্পাদিকা ঊষা রানী দাস, তথ্য ও যোগযোগ সম্পাদিকা অজ্ঞলী রানী দাস, সাধারন সদস্য সন্ধা রানী দাস, উপদেষ্টা পরিষদের সদস্য দিলিপ কুমার দাস, উপদেষ্টা পরিষদের সদস্য জুয়েল সরকার, ই ডি ই ডাবল এল প্রজেক্টের প্রজেক্ট অফিসার এম এম রায়হান, ইউনিয়ন মবিলাইজার মধু সুদন দাস, অর্চনা দাস, হাসনাহেনা খাতুন, সজ্ঞয় প্রকল্পের ফিন্ড অফিসার রহিমা খাতুন, ঘর গোছানো প্রকল্পের মার্কেটিং ম্যানেজার অশোক কুমার দাস। সভাটি সঞ্চালনা করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন চলমান ই ডি ই ডাবলু বি এল প্রজেক্টের এ্যাকাউন্টস কাম এ্যাডমিন অফিসার সদয় কুমার দাস প্রমুখ।
খবর ৭১/ইঃ