শেরপুরে ট্রাফিক সপ্তাহের দুইদিনে ৪৫০ মামলা ও সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায়

0
222

শেরপুর থেকে আবু হানিফঃ
শেরপুরে ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও ট্রাফিক আইন মেনে না চলায় গত দুইদিনে ৪৫০ টি মামলা ও সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। এদিকে আজ বিকালে জনগনকে সচেতন করতে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা শহরে এক র‌্যালী বের করা হয়।

এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম র‌্যালী উদ্বোধন করে বলেন, সড়কের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ পরিবেশ ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এপর্যন্ত জেলায় চার’শ মটর সাইকেল, বিশটি প্রাইভেট কার, সিএনজি অটোরিক্সা ও ট্রাকসহ সাড়ে চার শত যানবাহন আটক করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here