গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সোমবার দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পন করে শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন তিনি।
পরে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্যদের সাথে নিয়ে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি গভির শ্রদ্ধা নিবেদন করেন তথ্য উপদেষ্টা।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া, নির্বাহী সদস্য কল্যাণ সাহা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক জিহাদুর রহমান জিহাদসহ স্থানীয় সাংবাদিক ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর৭১/এসঃ