হাবিবুর রহমান নাসির ছাতক,সুনামগঞ্জঃ
ঢাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মেধাবী দু’ শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার প্রতিবাদে ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছ। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে স্কুল এন্ড কলেজের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য কয়েছ মিয়ার সভাপতিত্বে ও প্রভাষক ওবায়দুল হক আশফাকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন টুনু, অধ্যক্ষ মাহমুদ আলী, সিনিয়র শিক্ষক আবুল হাসান, শিক্ষার্থী তানভীর, রিংকী, রুমি বেগম, প্রমি দস্তিদার, বুশরা বেগম প্রমূখ। বক্তারা সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পরিকল্পিত ব্যবস্থা এবং অদক্ষ চালক ও ফিটনেস বিহীন গাড়ি সড়কে না চালানোর জন্য কঠুর আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
খবর৭১/এসঃ