খবর৭১: স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর)ঃযশোরের চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে। সমাপনী কর্মসুচির মধ্যে ছিল আলোচনা সভা, মৎস্য চাষে চাষিদের মাঝে সাফল্য স্মারক প্রদান ও মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগীতা। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনি আলম নুরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির চৌগাছা জোনাল অফিসের ডিজিএম দেব কুমার মালো, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহাজান সিরাজ, মৎস্যচাষী শফিয়ার রহমান, আব্দুল আহাদ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষি সত্য হালদার, আব্দুল আহাদ, আব্দুল আলিম ও মোহাম্মদ আলীর হাতে সাফল্য স্মারক তুলে দেয়া হয়। এ দিকে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগীতায় অংশ নিয়ে মৃধাপাড়া মহিলা কলেজের শিক্ষার্থী রওশনারা আক্তার, ছাদিয়া জাহান আইভি ও ইয়াসমিন আরা ইমা পুরস্কার জিতে নেন। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
খবর৭১/জি: