সেলিম হায়দার :
সাতক্ষীরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে শনিবার দুর্যোগকালীন জেন্ডারের উপর দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। আশ্রয় ফাউন্ডেশনের সহযোগিতায়, দাতা সংস্থা অক্সফামের অর্থায়নে এবং বড়কুপট গণচেতনা ফাউন্ডেশনের আয়োজনে এমপাওয়ারিং লোকাল এন্ড ন্যাশনাল হিউম্যানিটেরিয়ান এ্যাক্টরস্ (এলনা) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়কুপট গণচেতনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু প্রসাদ বৈদ্য।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী ও আরা সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ।
স্বাগত বক্তব্য ও এলনা প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান করেন এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলনা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শেখ হুমায়ুন কবির।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সাতক্ষীরার বিভিন্ন উপজেলার এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধানদিয়া, তালা সদর ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এবং বড়কুপট গণচেতনা ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরবৃন্দ।
খবর ৭১/ইঃ