মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামে শিশু ইতি আক্তার হত্যার ঘটনাস্থল পরিদর্শন ও শোকাহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মানবাধিকার কর্মীরা। শনিবার (২৮ জুলাই) দুপুরে বিরামচর গ্রামে নিহতের পরিবারের সাথে দেখা করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল শায়েস্তাগঞ্জ শাখার নেতৃবৃন্দ। পরিদর্শনে যান ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় পরিষদের ফরেন কো-অর্ডিনেটর শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোঃ শফিক মিয়া মাষ্টার, সহসভাপতি জিয়াউল হক চৌধুরী শাকিম, সাংগঠনিক সম্পাদক কামরু হাসান, যুগ্ম সম্পাদক সুজন চৌধুরী, জেলা পরিষদের সদস্য আলেয়া বেগম ও সমাজসেবক মোঃ মাসুক মিয়া প্রমুখ। এসময় নিহতের পিতা চটপটি বিক্রেতা শহীদ মিয়াকে আর্থিক সহযোগিতা করা হয় এবং এই হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে ঘাতকদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন মানবাধিকার নেতৃবৃন্দ।
খবর ৭১/ইঃ