হেদায়েত হোসাইন লিটন ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে মোঃ সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে নিষিদ্ধ চুল্লি তৈরি করে কাঠ কয়লা তৈরি করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ব্যক্তিকে চুল্লিতে কাঠ পোড়ানো বন্ধ করার নির্দেশ প্রদান করলে ৬/৭ মাস চুল্লি বন্ধ থাকার পর তিনি আবারও কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছেন। অভিযোগকারী উজলকুড় গ্রামের মৃত রুহল মোল্যার পুত্র বাদশা মোল্যা ৮ মাস পূর্বে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, একই গ্রামের মোঃ জবেদ আলীর পুত্র মোঃ সাইফুল ইসলাম আনুমানিক ৬ বছর পূর্বে উজলকুড় গ্রামের ভোলা নদীর পাড়ে ৪ থেকে ৫টি কাঠ পোড়ানো চুল্লি তৈরি করেন। চুল্লিতে তিনি কাঠ পোড়ানোর ফলে ওই এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ওই এলাকার জন জীবন ও গাছ পালার মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেন। খবর পেয়ে সাংবাদিকরা এলাকায় গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান। এ ব্যাপারে চুল্লির মালিক সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, জেলা প্রশাসকের অফিস থেকে অনুমোদন এনেই কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছি। তবে তিনি বৃহস্পতিবার বিকালের মধ্যে জেলা প্রশাসকের অনুমোদনের কপি দেখানোর কথা বললেও সেটা তিনি দেখাতে ব্যর্থ হয়েছেন। চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সাথে কথা হলে তিনি জানান, ওই ব্যক্তিকে নোটিশ করে বন্ধ করার নির্দেশ দিয়েছি। এরপর ও যদি সে নির্দেশ অমান্য করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে তবে দ্রুত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানিয়েছেন।
খবর ৭১/এসঃ