জনপ্রতিনিধিরা দল-মত নির্বিশেষে কাজ করার সুযোগ পাবেন

0
318

খবর৭১ঃ জনপ্রতিনিধি মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ পাবেন উল্লেখ করে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দল-মত নির্বিশেষে নির্বাচিত সব জনপ্রতিনিধি এলাকার মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ পাবেন। জনপ্রিতিনিধি হিসেবে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করাই প্রত্যেকের জনপ্রতিনিধির কর্তব্য।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

সরকারের তৃণমূল থেকে উন্নয়ন পরিকল্পনা আজ সারাবিশ্বে রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের জীবনমানের পরিবর্তনের জন্য সরকার তৃণমূল থেকে উন্নয়ন করছে। উন্নয়নের এই গতিধারা অব্যাহত রাখতে হবে। পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। প্রান্তিক পর্যায়ে থেকে সরকারের উন্নয়নের এই ধারণা আজ সারাবিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।’

শুরুতেই সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here