শায়েস্তাগঞ্জে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার

0
374

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর এলাকার ০৯ নং ওয়ার্ড বিরামচর গ্রাম থেকে বস্তাবন্দি ইতি আক্তার (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিরামচর গ্রামের বিরামচর আলফালাহ জামে মসজিদের পাশের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইতি আক্তার বিরামচর গ্রামের চটফটি বিক্রেতার শাহীদ মিয়ার ছোট মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্রী। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে স্থানীয় মসজিদে মক্তবে গেলে আর বাড়ি ফিরেনি। পরে তার পরিবারের পক্ষ থেকে বুধবার রাত ১০ টায় শায়েস্তাগঞ্জ থানায় জিডি করা হয় এবং এলাকায় নিখোঁজ মর্মে স্থানীয় কাউন্সিলর এর সহযোগিতায় মাইকিং করা হয়। বুধবার সন্ধ্যায় মসজিদ সংলগ্ন পুকুরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে তল্লাসী করে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। এঘটনার খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিকেশন (পিবিআই) ইন্সক্টের শরীফ রেজাউল করিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। হবিগঞ্জের অতিক্তির পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, এঘটনায় জিজ্ঞাবাসের জন্য স্থানীয় মসজিদের দুই ইমামকে আটক করা হয়েছে। তবে বিয়ষটি খুবই মর্মান্তিক। তদন্ত চলছে। নিহত ইতি জন্মের পর পরই তার মাকে হারায় । এই ঘটনার খবর শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here