শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত

0
223

মঈনুল হাসান রতন ,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে এঘটনাটি ঘটে। নিহত নারী কুলাউড়া উপজেলার মনসুরপুর গ্রামের মৃত ছমর উদ্দিনের স্ত্রী। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত  করে বলেন, ওই মহিলার মেয়ের বাড়ী চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামের। এক মাস যাবত মেয়ের বাড়ীতে ছিলেন। আজ সকালে ট্রেনে বাড়ী যাবার জন্য স্টেশনে আসেন। ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেনে যাবার জন্য ১নং প্লাটফর্মে বসা ছিলেন। এসময় ঢাকাগামী কালনী ট্রেন আসলে মহিলা দৌড়ে ২ নং প্লাটফর্মে যাবার জন্য রেললাইন পারাপারের সময় কালনী ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে মারা যান।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here