সোহেল পারভেজ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ১২ নং সালন্দর ইউনিয়নের সেনুয়া নদীর উপর স্থাপিত কাঠের ব্রিজটি ভাঙ্গার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়ার জানায়,পূর্বের সেনুয়া নদীর উপর যে লোহার বেইলী ব্রিজটি ছিল তা দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ ও যান-বাহণ চলাচল করত। একটি দূর্ঘটনায় ব্রিজটি ট্রাক সহ ভেঙ্গে পড়ে। এতে চরম দূর্ভোগে পরে হাজারও মানুষ।
ঐ ইউনিয়নের চেয়ারম্যান মো: মাহবুব আলম(মুকুল) বলেন,সেনুয়া লোহার ব্রিজ ভেঙ্গে যাবার পর প্রায় পাচ লক্ষ মানুষের যাতায়াতের জন্য সদর উপজেলা পরিষদের অর্থায়নে সাময়িক ভাবে একটি কাঠের ব্রিজ নির্মান করা হয়েছে ও জন-সাধারণের যাতায়াত অব্যাহত আছে। তিনি আরও বলেন,নতুন ব্রীজের নির্মান কাজ শেষ হতে আরও এক বছর সময় লাগবে। তিনি অভিযোগ করে বলেন,এলাকার কিছু মাস্তান,দূস্কৃতিকারী সেনুয়া নদীর উপর স্থাপিত কাঠের ব্রিজটি ভাঙ্গার পায়াতারা করছে।
এ অবস্থায় ব্রিজটি অক্ষত রাকতে ঐ চেয়ারম্যান,জেলা প্রশাসক,পুলিশ সুপার,ওসি.সদর থানার কাছে একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন ও সহযোগীতা কামনা করেছেন বলে জানান তিনি।
খবর ৭১/ইঃ