খবর ৭১ঃদুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক মো. আতাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়েছে বলে জানান তিনি।
আতাউল্লাহ বলেন, আজকে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। তবে বৃষ্টির কারণে ঢাকার সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ে আমাদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমরা বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির সবাই এ বিষয় নিয়ে আলোচনায় বসব। নতুন কোনো কর্মসূচি থাকলে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
খবর ৭১/এসঃ