কানাডায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিহত

0
415

খবর ৭১ঃকানাডায় নোবেলর্ফোড আলটা ক্যালগেরি এলাকায় সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই তরুণী নিহত হন।

নিহত সামিরা লতিফ লিরা বাংলাদেশ দূতাবাস কুয়েতের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁনের মেয়ে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় লেবরিস বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।

বাংলাদেশ দূতাবাস কুয়েত দূতালয় প্রধান ও প্রথম সচিব আনিসুজ্জামন বলেন, সামিরা লতিফ লিরা প্রায় ৪ বছর আগে কম্পিউটার সায়েন্সে স্কলারশিপ নিয়ে কানাডা পড়তে যান।

এদিকে তার অকাল মৃত্যুতে কুয়েতে দূতাবাস কর্মকর্তারা, কুয়েতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here