চৌগাছায় সাবেক চেয়ারম্যান আশার স্মরণসভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
332

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও সিংহঝুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আশার ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেইন বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির। এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আশরাফ হোসেন আশার মত জনদরদি ও ত্যাগী নেতার এখন বড়ই অভাব। বঙ্গবন্ধুর আদর্শ ধারন করার কারনেই তাকে জীবন দিতে হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান কবীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম রাজ, রোজাউর রহমান রেন্দু, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, যুব মহিলালীগ নেত্রী নাসিমা খানম, নাজনিন নাহার, কামরান্নাহার শাহীন, চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, আ’লীগ নেতা জালাল উদ্দিন, যুবলীগ নেতা শামীম রেজা, হাফিজুর রহমান নিপু, জামাল উদ্দিন, খাইরুল ইসলাম, শাহিনুর রহমান, ছাত্রলীগ নেতা শামীম রেজা, ফয়সাল ইসলাম, রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. মোঃ মুক্তাদির বিল্লাহ।

খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here