বাগেরহা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া এলাকায় দুইটি রাইস মিলে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান ও জরিমানা আদায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পন্যের পাটজাত মোড়ক বাধ্যতামূলক আইন-২০১০ এর ৪/১৪ ধারায় ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ পারভীন তাদেরকে জরিমানা করেন। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন রাইস মিলের মালিক অমর আলী ৫শত টাকা ও অন্য একটি রাইস মিলের মালিক নিজাম শেখ ১হাজার টাকা এবং নয়ন মালি নামে একজনকে ৫শত টাকা জরিমানা করেছে। এসময় উপস্থিত ছিলেন সহকারি সার্টিফিকেট বিষ্ণ পদ ঘোষ, এএসআই সালেহ আহম্মেদ নয়ন প্রমূখ।
খবর ৭১/এসঃ