দখল মুক্ত হয়েছে মোংলার সরকারী মাকড়ঢোন খেলার মাঠ

0
404

বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলায় অবৈধ দখলে থাকা জেলা প্রশাসকের মালিকানাধীন একটি পুরানো খেলার মাঠ দখলমুক্ত করেছে স্থানীয় প্রশাসন। শনিবার সকালে শহরতলীর মাকড়ঢোন এলাকায় অভিযান চালিয়ে এক একর বিশ শতক জমির এই মাঠটিতে অবৈধভাবে গড়ে উঠা বসত ঘরবাড়ী উচ্ছেদের পর খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। মোংলা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী। মাকড়ঢোন গ্রামবাসী জানান, দীর্ঘ প্রায় দুই বছর ধরে স্থানীয় জনৈক এক ব্যক্তি এ এলাকার একমাত্র এ খেলার মাঠটি জবর-দখল করে রাখেন। এরপর এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাঠটি পুনরুদ্ধারে জন্য প্রশাসনের দারস্থ হন। পরবর্তীতে মাঠের কাগজপত্র অর্থাৎ এসএ রেকর্ড ও হাল রেকর্ড জেলা প্রশাসকের নামে থাকায় স্থানীয় প্রশাসন মাঠের অবৈধ দখলদারকে হটিয়ে খেলার মাঠটিকে পুনরুদ্ধার করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম বলেন, স্থানীয় একটি পরিবার মাঠের জমির মালিকানা দাবী করে প্রশাসনকে ভুল বুঝিয়ে রেকর্ডসহ জমি তাদের নামে মিউটেশন করিয়ে নিয়েছিল, সেটা বাতিল করা হয়েছে। এখন এই মাঠের মালিক জনগণ। এটি খেলাধুলার জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here