ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়েছে আবাসিক শিক্ষার্থীরা। হলের নিম্ন মানের খাবার, পানি, ওয়াইফাই, অপরিষ্কার শৌচাগারসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শনিবার বেলা ১২ টা থেকে আবাসিক শিক্ষার্থীরা প্রায় আড়াই ঘন্টা তালা ঝুলিয়ে রাখে বলে জানা যায়। এছাড়াও হল কর্মকর্তাদের কাজে ফাঁকি দেয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।
আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকেই হলের পানি সরবরাহ, নিম্ন মানের খাবার, ওয়াইফাইয়ের ধীর গতিসহ বিভিন্ন সমস্যায় ভুগছে তারা। হলের ভিতরের বাগান অপরিষ্কার ও পাশে ঝোপঝাড় থাকায় সম্প্রতি হলের ভিতরে বিষাক্ত সাপের উপদ্রোব বেড়েছে। ফলে জীবন ঝুকিতে আতঙ্কগ্রস্থ হয়ে পরেছে শিক্ষার্থীরা। এছাড়াও হলের করিডোরের লাইট নষ্ট থাকায় রাতে অন্ধকারে চলাচল করতে হয় তাদের। এমন বিভিন্ন সমস্যার বিষয়ে প্রভোষ্টের নিকট বারবার লিখিত অভিযোগ করলেও তিনি কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ করেন তারা।
এছাড়া প্রয়োজনের তুলনায় হলে প্রভোস্টের উপস্থিত কম থাকার কারণে সমস্যা বেড়েই চলেছে বলে জানান শিক্ষার্থীরা। তারা আরো জানান বিভিন্ন কাজের ক্ষেত্রে হল কর্মকর্তাদের নিকট গেলে হয়রানির শিকার হতে হয় তাদের।
এদিকে বেলা একটার দিকে সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক আতিকুর রহমান ঘটনা স্থলে উপস্থিত হন। এসময় তিনি আগামী বুধবারের মধ্যে হলের সকল সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। পরে শিক্ষার্থীরা প্রভোস্টোর কার্যালয়ের তালা খুলে দেয়।
আবাসিক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘আমরা হল কর্তৃপক্ষদের সমস্যার বিষয়ে অভিযোগ করলেও তারা বিষয় গুলা আমলে নিচ্ছে না। কাজেই আমাদের সমস্যা সমাধান না হলে আমরা আবারো তালা লাগাবো।’
খবর৭১/এসঃ